আমাদের ভারত, ১ আগস্ট: লোকসভায় জাতপাত নিয়ে তর্কে জড়িয়েছেন রাহুল গান্ধী, আর তাতেই তিনি কঙ্গনা রানাওয়াতের আক্রমণের নিশান পড়ে গেছেন। লোকসভায় অনুরাগ ঠাকুর অপমান ও গালিগালাজ করেছেন বলে রাহুল দাবি করেছেন। ঠিক তার একদিন পরই সরব হয়েছেন বলিউড কুইন। কঙ্গনা এই প্রসঙ্গে রাহুল গান্ধীর দাদু, বাবা- মায়ের জাত ভিন্ন ভিন্ন বলে কটাক্ষ করেছেন
রাহুলের একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। সেখানে সোনিয়া পুত্রকে দেখা যাচ্ছে লোকের জাত নিয়ে কথা বলতে। সেখানে তিনি লিখেছেন আপনি নিজে জাত সম্পর্কে কিছুই জানেন না। আপনার দাদু মুসলিম, ঠাকুমা পার্সি, মা খ্রিস্টান। মনে হয় কেউ ভাত এবং ডাল বানানোর জন্য কারি পাতা দিয়ে পাস্তা মেখেছেন। এদিকে উনি সবার জাত জানতে চান কী করে? কী করে তিনি প্রকাশ্যে মানুষকে তাদের জাত সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন এমন অভদ্র ভাবে? ছিঃ লজ্জা রাহুল গান্ধী।
বিরোধী দল নেতা রাহুল গান্ধী মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার সময় লোকসভায় বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর তাকে অপমান ও গালিগালাজ করেছেন বলে অভিযোগ করেছেন। বিজেপি সাংসদ অনুরাগ কারো নাম উল্লেখ না করে বলেছেন, যাদের নিজেদের জাতের ঠিক নেই তারা জাতের আদামশুমারি নিয়ে কথা বলেন। এরপর বিতর্ক বাড়তে অনুরাগ বলেন, আমি শুধু বলেছিলাম যে নিজের জাত পাত সম্পর্কে জানেন না এমন কেউ আদমশুমারির কথা বলেন। আমি কারো নাম
বলিনি।
ভোটের আগে রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে দেশব্যাপী জনগণনা করা হবে। এই প্রসঙ্গ তুলে রাহুল গান্ধী বলেন, আমাকে যত খুশি অপমান করতে পারেন, তবে আপনার সংসদে জাতিগত জনগণনা অনুমোদন করাবো। অনুরাগ ঠাকুর আমাকে গালিগালাজ করেছেন, অপমান করেছেন, কিন্তু আমি তার কাছ থেকে কোনো রকম ক্ষমা প্রত্যাশা করি না।