আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৯ আগস্ট: কোভিড ১৯ সংক্রমণ বেড়েই চলছে মুর্শিদাবাদ সহ রাজ্যজুড়ে।দৈনিক হারে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। যদিও সুস্থতার হার অনেকটাই বেশি। রাজ্য সরকারের নির্দেশে চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন পূর্ণাঙ্গ লক ডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন সফল করতে এবার তৎপরতা গ্রহণ করল মুর্শিদাবাদের কান্দি থানার পুলিশ। বুধবার বিকেলে কান্দি থানার জিবন্তি এলাকায় লকডাউন কার্যকর করতে রাস্তায় নেমে মাইকিং করে প্রচার করা হয়। লকডাউনের দিন অযথা সাধারণ মানুষ যাতে ঘর থেকে বের না হন, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হয়।
কান্দি মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহে লকডাউন কার্যকর করতে তৎপরতা গ্রহণ করেছে কান্দি থানার পুলিশ।
লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া অহেতুক সাধারণ মানুষ যাতে ঘর থেকে বের না হন এবং সমস্ত কিছু বাড়িতে যাতে মজুত করে রাখা হয় তার জন্য বুধবার বিকেলে এই মাইকিং প্রচার করা হয়।