আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৯ অক্টোবর: রাজ্য সরকার ইতি মধ্যেই রাজ্যের সমস্ত পুজো কমিটিগুলিকে ৫০হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছে। এবার রাজ্য সরকারের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার পক্ষ থেকে ৯২টি পুজো কমিটির হাতে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করল কান্দি পৌরসভা।
সোমবার কান্দি পৌরসভা হলে কান্দি পৌরসভার উদ্যোগে কান্দির দুর্গাপুজো কমিটিগুলোকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল কান্দি পৌরসভার মঞ্চে। এদিন এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার প্রশাসক অপূর্ব সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কো-অডিনেটররা। এদিন পূজা কমিটিগুলিকে ১০ হাজার টাকার চেক, সঙ্গে স্যেনিটাইজার, মাক্স ও চিকিৎসা জন্য ঔষধও তুলে দেওয়া হয়। এর পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে একটি পুজোর গাইড ম্যাপেরও উদ্বোধন করা হয়। কোভিট-১৯ পরিস্থিতিতে পূজো কমিটিগুলি কি কি সাবধানতা অবলম্বন করবে তাও বিস্তারিত ভাবে জানানো হয়।
কান্দি পৌরসভার প্রশাসক অপূর্ব সরকার জানিয়েছেন, গতবছর থেকে কান্দি পৌরসভার পক্ষ থেকে এই আর্থিক সাহায্য করা হচ্ছে পুজো কমিটিগুলিকে। এবছর দুর্গাপূজো কোভিড সংক্রমণ মধ্যে কিভাবে পালন করতে হবে তাও জানানো হয়। আর্থিক অনুদান পেয়ে খুশি প্রকাশ করেছেন বিভিন্ন পুজো কমিটির সদস্যরা। কান্দি পৌরসভার এই কাজে খুশি কান্দি শহরবাসী।