আমার ভারত, মুর্শিদাবাদ, ১১ আগস্ট: মুর্শিদাবাদ জেলা পরিষদের অধীনে কান্দি শহরের প্রাণ কেন্দ্রে বেশ কিছু গাছ কাটা হয়েছে। সেই গাছ কাটা নিয়ে জেলা পরিষদের বিরোধীতা করে মঙ্গলবার কান্দি পৌরসভাতে সাংবাদিক বৈঠক করলেন কান্দি পৌরসভার প্রশাসক অপূর্ব সরকার। জেলা পরিষদের আধিকারিক ও জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন অপূর্ব সরকার।
কান্দির বাসিন্দারা বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিলেন গাছ কাটার, ফলে গাছ কাটা নিয়ে বিরোধীতা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করলেন অপূর্ব সরকার। কিছুদিন আগে কান্দি রাজ কলেজ মোড়ে একটি স্বাস্থ্য কেন্দ্রের সামনের গাছ কাটা হয়। গাছ কাটার বিষয় নিয়ে জানতে গেলে জানা যায়, সেখানে জেলা পরিষদের একটি ভবন তৈরী করা হবে। একদিকে গাছ লাগানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে, অপরদিকে খোদ সরকারি ভবন নির্মাণের স্বার্থে গাছ কাটা হচ্ছে। শুধুমাত্র এটাই নয় পাশাপাশি কান্দি শহরের নানান প্রান্তে মার্কেট কমপ্লেক্স তৈরীর জন্যও গাছ কাটা হচ্ছে। তাতে আাগামী দিনে শহরে যানজটের সৃষ্টি হবে। সমস্ত বিষয়কে কেন্দ্র করে জেলা শাসক জগদীশ প্রসাদ মিনাকে লিখিত অভিযোগ করে জেলা পরেষদের এই কাজের প্রতি তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অপূর্ব সরকার।