আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৫ আগস্ট: শনিবার
৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলার বিভিন্ন প্রান্তে দিনটিকে পালন করা হল। শনিবার এই বিশেষ দিনে এক অভিনব উদ্যোগ নিল মুর্শিদাবাদ জেলার কান্দি থানার পুলিশ প্রশাসন। গত মার্চ মাস থেকে কোরোনা ভাইরাসের জেরে লকডাউন পর্ব চলছে। কোরোনা যোদ্ধা রূপে পুলিশের ভূমিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ ছিল। সাধারণ মানুষদের বারংবার সচেতন করা নিজেদের সুরক্ষিত রাখতে এমন বার্তা দিয়ে অভিযান চালিয়েছে অহরহ। নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে উদ্যমের সাথে কাজ করেছেন যে সমস্ত পুলিশ কর্মীরা শনিবার কান্দি থানার পক্ষ থেকে তাদের কাজের প্রশংসা করে সম্মান প্রদান করলেন। কান্দির এসডিপিও কুমার সানিরাজ উক্ত অনুষ্ঠানে উপস্থিত হন এবং পুলিশ কর্মীদের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরে তাদের সম্মান প্রদানে মেমেন্টো তুলে দেন।