Harnet High School, Kanchrapara, শিক্ষার্থীদের জীবনের দিশা দেখাচ্ছে কাঁচরাপাড়া হার্ণেট উচ্চ বিদ্যালয়

মিলন খামারিয়া, আমাদের ভারত, কাঁচরাপাড়া, ২৯ জুলাই: আজ কাঁচরাপাড়া হার্ণেট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল অনুপ্রেরণামূলক কর্মশালা ও আলোচনা সভা। এই সভায় বক্তব্য রাখেন বিখ্যাত অনুপ্রেরণা মূলক বক্তা বিশ্বজিৎ পাল ও ‘বিশ্বজিৎ সলিউশন পয়েন্ট'(BSP)-র সদস্যরা। এই কর্মশালায় উপস্থিত ছিল বিদ্যালয়ের দশম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্ররা।

আজকাল শিক্ষার্থীরা অনেক সময় সঠিক দিশা খুঁজে পায় না, তারা কী হতে চায় তা নিজেরা উপলব্ধি করতে পারে না। লক্ষ্য ছাড়া একটা অনির্দিষ্ট পথে এগিয়ে চলে। নির্দিষ্ট লক্ষ্য ছাড়া জীবনে সাফল্য আসে না।

শিক্ষার্থীদের সঠিক দিশা দেখাতেই কাঁচরাপাড়া হার্ণেট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই কর্মশালা ও আলোচনা সভার।

বিশ্বজিৎ বলেন, আমরা যে কাজ নিজের ইচ্ছেই করি তাতে আমরা উৎসাহ পাই বলেই করি, কিন্তু যার প্রতি আমাদের আগ্রহ নেই তা আমরা শিখি না, মনেও রাখতে চাই না। শিক্ষার্থীরা সবাই ফেসবুক, হোয়াটস অ্যাপ চালাতে পারে, কিন্তু তা শেখার জন্য কোনো স্কুলের দরকার হয় না। কিন্তু গাড়ি চালাতে, লেখাপড়া শিখতে, ডাক্তার হতে ইত্যাদি কাজের জন্য শিক্ষক প্রয়োজন হয়। অর্থাৎ এই কাজগুলোর প্রতি অনেকের আগ্রহ থাকে না। তাই আগ্রহ ও চেষ্টা থাকলে সবাই শিখতে ও কাজ করতে পারবে। আত্মবিশ্বাসের সাথে সব কাজ করতে হবে।

বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক সমীপ চ্যাটার্জি বলেন, ছাত্ররা যে কোনো কাজ উৎসাহ ও আত্মবিশ্বাসের সাথে করলে সাফল্য পাবে। প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যেই প্রতিভা আছে, তার যথাযথ বিকাশ ঘটাতে হবে।

এই অনুষ্ঠান প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সিন্টু ভদ্র বলেন, আমরা বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাসের জাগরণ ঘটাতে চাই। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে নিজের প্রতিভার যথাযথ বিকাশ ঘটাতে পারে, নিজেকে চিনতে পারে, নিজেকে উপলব্ধি করতে পারে – তার যথাযথ প্রকাশ ঘটাতে চাই। সেই উদ্দেশ্য নিয়েই আজকের কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।

এই সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শঙ্কর বিশ্বাস, ঋতুরাজ গোস্বামী, কৌশিক পাত্র, সোমনাথ তিওয়ারি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিক্ষিকা সৌমি কুন্ডু ও আরও অনেকে। উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সদস্য সৌরভ দে সরকার। সভার সহযোগিতায় ছিলেন বীজপুরের বিধায়ক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুবোধ অধিকারী ও বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি কমল অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *