আমাদের ভারত, ৫ ফেব্রুয়ারি: নাহ্ ভিসা পাসপোর্ট কোনটাই লাগতো না, ৪০ হাজার টাকার বিনিময়েই বাংলাদেশের নাগরিক এবং রোহিঙ্গাদের ভারতে ঢোকানোর ব্যবস্থা করে দিত সে। গোপন সূত্রে খবর পেয়ে মহম্মদ কামরুল নামে ওই বাংলাদেশী যুবককে গ্রেফতার করেছে উত্তর প্রদেশের পুলিশ।
শনিবার সন্ধ্যায় মথুরার কোতোয়ালি থানার পুলিশ নাইবস্তি থেকে ওই যুবককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, ধৃত মহম্মদ কামরুল বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা। পুলিশ সুপার শৈলেশ কুমার পান্ডে জানান, সেনাবাহিনী মারফত কামরুলের আগ্রা থেকে মথুরায় আসার খবর পেয়ে পুলিশ ফাঁদ পেতেছিল।
পুলিশ সুপার বলেন, সীমান্ত পারের পর দেশের বিভিন্ন শহরে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করে দিত এই কামরুল। তার বিনিময়ে বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গাদের কাছ থেকে ৪০ হাজার টাকা করেও নিতো সে। শুধু তাই নয় পুলিশের দাবি, অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে সাহায্য করার পর তাদের ভুয়ো আধার এবং ভোটার কার্ড বানিয়ে দিত কামরুল। ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন একটি বাংলাদেশ ও একটি ভারতের সিম কার্ড পাওয়া গেছে। মথুরা পুলিশ সুত্রে খবর, গত চার বছরে ১৩৫ জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।