কল্যাণময় গ্রেপ্তার হলে কেন মুখ্যমন্ত্রী নয়? ভুয়ো নিয়োগ পত্র বিলি নিয়ে মমতার বিরুদ্ধে সরব সুকান্তরা

আমাদের ভারত, ১৮ সেপ্টেম্বর:
উৎকর্ষ বাংলা প্রকল্পে ‘ভুয়ো নিয়োগ পত্র’ দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা উচিত বলে মনে করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায় ভুয়ো নিয়োগপত্র দেওয়ার জন্য যদি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হয় তাহলে স্বয়ং মুখ্যমন্ত্রীকে একই ভাবে প্রতারণা করার দায়ে গ্রেপ্তার করা উচিত।

গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্য সরকারের অনুষ্ঠানে কারিগরি শিক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানের নিয়োগপত্র দেওয়া হয়। কিন্তু চাকরিপ্রার্থীরা অনেকেই দেখেন যে সেটা নিয়োগপত্র নয়। তাদের যা দেওয়া হয়েছে তা প্রশিক্ষণের অফার লেটার। এখানেই শেষ নয়, সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করার পর প্রার্থীরা দেখেন যে সেগুলো ভুয়ো। এই বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়েছে নবান্নে।

শিক্ষা দপ্তরের নিয়োগে দুর্নীতি নিয়ে আইনি পদক্ষেপ সহ একাধিক বিষয়ে উত্তপ্ত রয়েছে রাজ্য রাজনীতি। এবার তার সঙ্গে জুড়ে গেল উৎকর্ষ বাংলা প্রকল্পে ভুয়ো নিয়োগ পত্র বিলির কান্ড।

একইসঙ্গে এক্ষেত্রেও কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের প্রসঙ্গে তুলে শনিবার সুকান্ত মজুমদার বলেন, “প্রধানমন্ত্রী স্কিল ডেভলপমেন্ট কর্মসূচিকে উৎকর্ষ বাংলা বলে চালালে সেটার জন্যেও টাকা বন্ধ করে দেওয়ার সুপারিশ আমি কেন্দ্রের কাছে করব।”

অন্যদিকে খড়গপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বলেন, পুরো ব্যাপারটা ভুয়া। বিভিন্ন সংস্থার নাম করে একটা চিঠি তৈরি করেছেন, আর সেটা উৎকর্ষ বাংলার খামে দেওয়া হচ্ছে। সেই সংস্থার সঙ্গে কোনও কথা হয়নি। মাঝখানে ইভেন্ট ম্যানেজমেন্টের সংস্থা থাকছে।

যদিও বিজেপি নেতাদের মন্তব্যকে হাসির খোরাক বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, বালখিল্যের কোনও উত্তর হয় না। তার পাল্টা দাবি, নিয়োগপত্র সংক্রান্ত বিষয়ে কোথায় কি হয়েছে তা সরকার দেখেছে। ত্রুটি হলে সংশোধন হবে। বরং তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের অভিযোগ, রাজ্যে কর্মসংস্থানের কাজ ব্যাহত করতে এই অর্থহীন প্রচারে নেমেছে বিজেপি নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *