স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ জানুয়ারি: গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে হানা দিয়ে ছয় জনকে গ্রেফতার করলো কল্যাণী থানার পুলিশ। দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে জুয়ার আসর চলছিল বলে খবর ছিল পুলিশের কাছে। সেই মতো ঐদিন ওই এলাকায় হানা দিয়ে জুয়ার আসর থেকে হাতেনাতে পুলিশ গ্রেফতার করে ৬ জনকে।
এদিন ধৃতদের আদালতে তোলা হলে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এছাড়াও এর সাথে আরো কেউ জড়িয়ে আছে কিনা তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।