স্নেহাশিস মুখা, আমাদের ভারত, নদীয়া, ২ নভেম্বর: কল্যাণীর গয়েশপুরে বিজেপি কর্মী বিজয় শীলের খুনের প্রতিবাদে আজ কল্যাণীতে বনধ চলছে। গতকাল ওই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ একটি আমবাগান থেকে উদ্ধার হয়। তাঁর হাঁটু মোড়া অবস্থায় ছিল। এই ঘটনায়, রীতিমত তোলপাড় রাজ্য।ঘটনার প্রতিবাদে আজ কল্যাণী বন্ধের ডাক দেয় বিজেপি।সেইসঙ্গে রাজ্যের সমস্ত থানা ঘেরাও করা হবে বলে জানান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন।
বিজেপি কর্মী খুনের ঘটনায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। রবিবার নিজের ফেসবুকে বিজয় শীলের ঝুলন্ত দেহের ছবি পোস্ট করে সাংসদ লকেট চট্টোপাধ্যায় লেখেন, “প্রত্যেকটি জায়গায় একইভাবে বিজেপি কর্মীদের খুনের ধারা অব্যাহত। আমরা থামবো না, আমার সমস্ত কর্মীদের ন্যায়বিচার নিশ্চিত করবে বিজেপি।
এই বিষয়ে কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখোপাধ্যায় বলেন, “যে দিলীপ ঘোষ গরুর দুধ থেকে সোনা বের হয় বলেন, তাঁর ডাকা বনধ মানুষ সমর্থন করবে না”। সেই সঙ্গে তিনি এও বলেন, যেকোনো মৃত্যু খুব দুঃখজনক। বিজয় শীলের মৃত্যুতে রাজনৈতিক কোনও যোগ নেই।”