পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: ছ’ফুট উচ্চতা সম্পন্ন ৯ টন ওজনে শ্বেতপাথরের দুর্গা এবার তৈরি হচ্ছে কোলাঘাট ব্লকের বলিশ্বর গ্রামে। যেটি আর কিছুদিনের মধ্যেই স্থান পাবে হুগলী জেলার কোন্নগরের এক পুজো মণ্ডপে। মহা পঞ্চমীর দিন প্রতিষ্ঠা করা হবে এই শ্বেতপাথরের দেবী দুর্গার। যার তৈরির প্রক্রিয়া চলছে এখন জোর কদমে। এই মূর্তিটি তৈরি করেছেন পাঁশকুড়া হাউর এলাকার কল্যাণাশিষ মণ্ডল। যিনি গত তিন মাস আগে থেকে সাতজন শ্রমিক নিয়ে পাথর কেটে শুরু করেন এই শ্বেতপাথরের দেবী দুর্গার মূর্তি তৈরির কাজ।যা এখন প্রায় শেষ পর্যায়ে।

প্রতিমা কারিগর কল্যাণাশিষ মণ্ডল জানান, শ্বেতপাথরের এই মূর্তিটির উচ্চতা ছয় ফুটের। ওজন প্রায় নয় টন। যার মূল্য প্রায় চার লক্ষ টাকা। মূর্তিটির বর্তমান কাজ প্রায় শেষ পর্যায়ে। সব মিলিয়ে আর কয়েক দিন মাত্র বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর। যার প্রস্তুতি চলছে দ্রুততার সঙ্গে বিভিন্ন স্থানে। সেই মতো কোলাঘাট ব্লকের বালিশ্বর গ্রামে ছ’ ফুট ওজনের ৯ টন ওজন বিশিষ্ট প্রায় চার লক্ষাধিক টাকার শ্বেত পাথরের দুর্গা প্রতিমার প্রস্তুতিও চলছে জোরকদমে।


