রায়গঞ্জে পালিত হল কল্পতরু উৎসব

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১ জানুয়ারি: পয়লা জানুয়ারি ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেব সমাধিস্থ হয়ে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন “তোমাদের চৈতন্য হোক”। সেইদিন থেকেই এই পয়লা জানুয়ারি দিনটিকে কল্পতরু উৎসব রূপে পালন করে থাকেন রামকৃষ্ণ মতাদর্শের ভক্তরা। সারা দেশ তথা রাজ্যের পাশাপাশি রায়গঞ্জ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষও রবিবার পালন করল কল্পতরু উৎসব।

রায়গঞ্জ শহরের উকিলপাড়ার রামকৃষ্ণ মিশনে কল্পতরু উৎসবে এদিন সকাল থেকেই অগনিত ভক্তের সমাগম হয়। বেলুর মঠের আদলে রায়গঞ্জ রামকৃষ্ণ আশ্রমে ঠাকু শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের পুজো, আরতী ও প্রসাদ বিতরণ করা হয়। রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ওঙ্করাত্মানন্দ মহারাজ বলেন, এই দিনটিতেই ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেব সমাধিস্থ হয়ে সকলকে আশীর্বাদ করে বলেছিলেন “তোমাদের চৈতন্য হোক”। সেদিন থেকেই এই পূন্যলগ্নের দিনটিকে কল্পতরু উৎসব হিসেবে পালন করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *