কালীপুজো হল আমেরিকায়, ঢাক বাজল বসিরহাটে

প্রদীপ দাস, আমাদের ভারত, ১৬ নভেম্বর: প্রতিবছর আমেরিকাতে কালী পুজো করেন সেখানকার বসবাসকারী বাঙালিরা। কিন্তু এবছর করোনার কারণে তাদের সেই পুজো হল বসিরহাট থেকে। ভার্চুয়াল পদ্ধতিতে মায়ের মূর্তি সামনে রেখে পুজো করলেন বসিরহাটের পুরোহিত। আর সেই পুজো দেখলেন প্রিন্সটন, নিউজার্সির মার্কিনযুক্তরাষ্ট্র নিবাসী বাঙালীরা।

প্রিন্সটন, নিউজার্সিতে অনেক বাঙালি রয়েছেন। সেই সব বাঙালিরা Bengali Kids of Princeton Area বা BKPA নামে একটি সংগঠন করছেন। এই সংগঠন বাঙালির কৃষ্টি সংস্কৃতি পরম্পরাকে বিদেশের মাটিতে ধরে রাখা ও উন্নতির জন্য বছরভর নানা কর্মকাণ্ডে যুক্ত থাকেন, যার একটি হল কালী মায়ের আরাধনা।

কিন্তু চলতি বছরে বিশ্বব্যাপী অতিমারীর কারণে এবার সেখানে এই পূজা করা সম্ভব হয়নি। কিন্তু দীর্ঘদিনের ঐতিহ্যশালী পূজায় যাতে কোনো ছেদ না পড়ে সেজন্য তাঁরা আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়েছিলেন। তারা এবছর পশ্চিমবঙ্গের বসিরহাট কালিবাড়ী পাড়ায় এই পূজা স্থানান্তরিত করেছিলেন। আমেরিকা থেকে ভার্চুয়াল পদ্ধতিতে এই পূজায় যোগ দিয়েছিলেন। এই পদ্ধতিতে তাঁরা অঞ্জলিও দিয়েছেন। পুজো করেন জুরান চক্রবর্তী এবং বসিরহাটে ব্যবস্থাপনায় ছিলেন কার্তিক দত্ত। এই ভার্চুয়াল পুজোয় বসিরহাটে ঢাকেরও ব্যবস্থা করা হয়েছিল। পুরোহিতের মন্ত্রপাঠের সঙ্গে সেই ঢাকের আওয়াজে আমেরিকায় মেতে উঠেছিলেন বাঙালি ভক্তরা।

আমাদের এখানে শনিবার কালী পূজা হলেও নিউজার্সিতে ভারতীয় অসময় ১৫ নভেম্বর রবিবার সকাল ৬:৩০টা থেকে পুজো শুরু হয়ে ১১.৩০টায় শেষ হয়। আমেরিকার এই সময় সময় ছিল ১৪ই নভেম্বর, রাত ৮:০০টা থেকে ১৫ নভেম্বর রাত ১টা পর্যন্ত। উইটিউবের মাধ্যমে এই পুজো লাইভ দেখার ব্যবস্থা করা হয়েছিল– YouTube.con এ BKPA.News এ

সংগঠনের পক্ষ থেকে মীনা দাম, আরুশি বিশ্বাস এবং শালীন ব্যানার্জি জানিয়েছেন, বাংলার প্রতি আমাদের ভালোবাসা ও শিকড়ের টানেই এই সুন্দর পুজোর ব্যবস্থা হল। নিউজার্সি আর বসিরহাটের মধ্যে কোনো দূরত্ব থাকল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *