আমাদের ভারত, ৫ মার্চ: যাদবপুরে উদ্ভূত পরিস্থিতিতে বিজেপি-কে দুর্বল দেখিয়ে সিপিএম-কে অপেক্ষাকৃত কার্যকরী দেখাতে চাইছেন তৃণমূল নেত্রী। বুধবার এরকম দাবি করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বুধবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “দিদিমা যাদবপুরে নতুন খেলা আরম্ভ করেছেন। খেলার উদ্দেশ্য প্রমাণ করে, যে তৃণমূলের প্রতিপক্ষ সিপিএম-ই, বিজেপি নয়। কিন্তু প্রশ্ন, এই করে মানুষকে ভোলান যাবে? মানুষ চৌত্রিশ বছর সিপিএমকে দেখেছেন, চৌদ্দ বছর তাদের মেধাবী ছাত্রীকে। কালীঘাটের নকল টালির চালার বিকল্প আলিমুদ্দিনের সেলিম নয়।”