ডঃ মমতা কুণ্ডুর বঙ্গরত্ন সন্মান প্রাপ্তিতে উচ্ছ্বসিত কালিয়াগঞ্জ

আমাদের ভারত, উত্তর দিনাজপুর ২১ জানুয়ারি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে ডঃ মমতা কুণ্ডুর বঙ্গরত্ন সন্মান প্রাপ্তিকে কালিয়াগঞ্জের শিক্ষার পালকে নতুন মুকুট বলে অভিহিত করলেন শহরের পুরপ্রধান কার্তিক পাল। শিলিগুড়ি থেকে বঙ্গরত্ন সন্মান নিয়ে কালিয়াগঞ্জে বাড়িতে ফেরার পর প্রিয় ম্যাডামকে শুভেচ্ছা জানান পুরপ্রধান ও উপ পুরপ্রধান বসন্ত রায়। পুরকর্মী তথা প্রাক্তন ছাত্রদের সাথে নিয়ে এদিন ডঃ মমতা কুন্ডুর হাতে পুস্পস্তবক তুলে দেন কালিয়াগঞ্জের পুরপ্রধান।
প্রিয় ছাত্র তথা পুরপ্রধানের কাছ থেকে শুভেচ্ছা পেয়ে আপ্লুত ডঃ কুন্ডু বলেন আমার দায়িত্ব বেড়ে গেল।

১৯৭৯ সালে অধ্যাপিকা হিসেবে কালিয়াগঞ্জ কলেজে যোগ দেন। কালিয়াগঞ্জ কলেজে দীর্ঘ ৩৫ বছর ধরে অধ্যাপনা করেছেন। দর্শনের এই অধ্যাপিকা ২০১৩ সালে অবসর গ্রহন করলেও শিক্ষার আলো ছড়াতে কাজ করে চলেছেন নিরলস ভাবে।

শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসব মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত থেকে বঙ্গরত্ন সন্মান গ্রহন করেন। কালিয়াগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *