উলুবেড়িয়ায় কোভিড প্রটোকল মেনেই কালী পুজোর আয়োজন

আমাদের ভারত, হাওড়া, ১৪ নভেম্বর: দুর্গা পুজোর পর এবার কালীপুজো। উৎসবে গা ভাসিয়েছে বাঙালি। যদিও অবশ্যই করোনা সংক্রমণের সুরক্ষা বিধি মেনে উৎসবের আনন্দে সামিল বাঙালি।

কালী পূজো উপলক্ষে শনিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন কালী মন্দিরের পাশাপাশি উলুবেড়িয়া শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি, খলিশানি কালীবাড়িতে ভক্তদের ভিড় ছিল। যদিও সবক্ষেত্রেই করোনা সুরক্ষা বিধি মেনে ভক্তদের মন্দির চত্বরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল।

কালী পুজো উপলক্ষে শনিবার উলুবেড়িয়া কালীবাড়ি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আনন্দময়ী মা কে সোনার অলংকারের সাজিয়ে তোলা হয়েছে। কালীবাড়ি মন্দির কমিটির বক্তব্য এবারে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাক্স ছাড়া কোন ভক্তকে মন্দির চত্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। মন্দির কমিটি সূত্রে খবর দুর্গাপুজোর মত কালীপুজোতে ও ভক্তরা অঞ্জলি দিতে পারবেন না।

অন্যদিকে শনিবার খলিশানি কালীবাড়িতেও ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মন্দির কমিটির পক্ষ থেকে করোনা সুরক্ষায় সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। যদিও মাঝে মধ্যেই ভক্তদের ভিড়ে সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব হয়ে উঠেছিল মন্দির কমিটির পক্ষে।

এদিকে আদালতের নির্দেশ মত সেভাবে বাজারে বাজি বিক্রি না হলেও সন্ধ্যার পর থেকে ব্যাপকহারে বাজি ফাটানো হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন জায়গায়। যত রাত বেড়েছে বাজির আওয়াজ তত বেড়েছে। প্রবীনদের মতে অনেকেই লুকিয়ে-চুরিয়ে বাজে বিক্রি করেছে আর সন্ধ্যা হতেই সেইসব বাজি ফেটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *