আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ ফেব্রুয়ারি: ২০২২ সালে ২৭ ফেব্রুয়ারি একাধিক জায়গার সঙ্গে জলপাইগুড়িতেও পুরভোট হয়। কংগ্রেসের অভিযোগ, পুরভোটকে কেন্দ্র করে জলপাইগুড়িতে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল দুই বছর আগে। তাই আজ কালা দিবস পালন করলো জেলা যুব কংগ্রেস। থানা মোড়ে জমায়েত হয়ে ভোটের দিন ভোট লুট ও সন্ত্রাসের ছবি ব্যানারের মাধ্যমে তুলে ধরলেন নেতা কর্মীরা। সেখানে দলের নেতারা পুর ভোটের দিনের ঘটনা তুলে ধরলেন। সামনে লোকসভা ভোটে, এই তৃণমূলের ছাপ্পা ভোটের জবাব দেওয়ার আওয়াজ তুললেন নেতারা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত, টাউন ব্লল কংগ্রেস সভাপতি অম্লান মুনসি, যুব কংগ্রেস নেতা নবেন্দ্যু মল্লিক, এছাড়া বিভিন্ন ওয়ার্ডের পরাজিত প্রার্থীরা।
১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস দলের পরাজিত প্রার্থী জয়ন্তি পাল বলেন, “যেভাবে ভোট লুট হয়েছিল আমি কোনদিন এরকম দেখিনি জলপাইগুড়িতে। এরকম যেন দ্বিতীয়বার না হয় এই কারণে যতদিন এই পুর বোর্ড থাকবে প্রতিবাদ স্বরূপ কালা দিবস পালন করা হবে।”
এদিকে যুব কংগ্রেস নেতা নবেন্দ্যু মল্লিক বলেন, “দুই বছর আগে আজকের দিনে কি হয়েছিল সেটা শহরবাসীর কাছে তুলে ধরতে এদিনের কালা দিবস পালন। আগামী নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় সেই দাবি জানাই।”
পুরসভার উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, “কংগ্রেসের কালা দিবস পালন করা উচিত।”