আমফান দুর্গতদের পাশে দাঁড়াল সেচ্ছাসেবী সংস্থা কাজলা জনকল্যাণ সমিতি

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৬ জুলাই: আমফান দুর্গতদের পাশে দাঁড়াল পূর্ব মেদিনীপুর সেচ্ছাসেবি সংস্থা কাজলা জনকল্যাণ সমিতির। রবিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের কেঁদুগাড়ি ৭নং অঞ্চলের ২৫৩ জন আমফান দুর্গতদের হাতে কর্কেট টিন, ত্রিপল ও সোলার এমারজেন্সি লাইট তুলে দিলেন।

কাজলা জনকল্যাণ সমিতির সদস্য সন্দীপ কুমার দে বলেন, আমরা কেঁদুগাড়ি অঞ্চলের যে স্ব-সহায়ক দলের সংঘ আছে সেই সংঘের মহিলাদের সাথে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে গ্রামবাসীদের কি লাগবে জানার পরে আজকে আমরা গোপীবল্লভপুরের কেঁদুগাড়ি অঞ্চলের ১০২ জনকে ত্রিপল ও ১৪৮ জনকে বাড়ির জন্য টিন সহ ২৫৩ জনের হাতে চার্জার লাইট তুলে দিলাম। আজকে এই জিনিসগুলি দেওয়ার পরে সকলের কাছে একটা শর্ত রেখেছি, শর্তটি হল প্রত্যেকেই নিজেদের বাড়িতে দুটি করে চারা গাছ লাগাবেন এবং বাড়ির সামনে কিছু সব্জির গাছ লাগাবেন। যাতে ভবিষ্যতে তারা এই সবজি গাছ থেকে সবজি বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারেন। সেচ্ছাসেবি সংস্থার কাছ থেকে সাহায্য পেয়ে খুশি অসহায় দরিদ্র পরিবারগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *