আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ জুন : কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে কাঁথি ১নং ব্লকের নয়াপুট ও মজিলাপুর গ্রাম পঞ্চায়েতের অতি দরিদ্র পরিবার যাদের আমফান ঝড়ে ঘর ভেঙ্গেছে এমন ৬০টি পরিবারকে আজ প্রায় একমাসের খাদ্যসামগ্রী ও ট্রিপল তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ৩ কেজি পিঁয়াজ, ১ লিটার সরিষা তেল, ১ কেজি ছাতু, ১ কেজি গুঁড়ো সাবান, লাইফবয় সাবান ৫টি, মাস্ক ৫টি, সোলার লাইট ১টি এবং ট্রিপল ১টি।
কাঁথি ১নং ব্লকের বকসিসপুর গ্রামের ঘনশ্যাম দাস বলেন, তার ৫জনের সংসার এবং তার একজন প্রতিবন্ধী ছেলে আছে। কোবিড ১৯ এর ফলে লকডাউনে রোজগার এখন আর নেই, তার উপর আমফানের আঘাতে ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে। কাজলা জনকল্যাণ সমিতির কাছ থেকে যে সাহায্য পেয়েছে তাতে তার প্রায় একমাসের খরচ বেঁচে যাবে। সমিতির কর্তা ব্যক্তিরা যদি তার মত আরো অনেক হত দরিদ্র পরিবারকে এই সামগ্রী পৌঁছে দেয় তাহলে তারাও বেঁচে যাবে।
কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পান্ডা জানান, সত্যভ কনসালটেন্সি টিম সদস্যরা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছেন। সেজন্য তাদেরকে ধন্যবাদ।