সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ এপ্রিল: ভারতীয় মহিলাদের আধুনিক কায়দায় পোষাক ব্যবহার নিয়ে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যের প্রতিবাদে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আজ সকালে বড়জোড়ায় এক অভিনব প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে বড়জোড়া চৌমাথা মোড়ে কৈলাস বিজয়বর্গীয়র কুশপুতুল দাহ করা হয়।
ভারতীয় মহিলাদের নিয়ে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র একটি মন্তব্যকে ঘিরে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, যেসব মহিলারা ছোটো পোশাক পরেন তাদের সুর্পনখার মত দেখতে লাগে। এই মন্তব্যে বেজায় চটেছে তৃণমূলের মহিলা শাখা। বড়জোড়া মহিলা তৃণমূল কংগ্রেস এক অভিনব কায়দায় এর প্রতিবাদ করে বিক্ষোভ দেখায়।
রবিবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী অর্চিতা বিদের নেতৃত্বে এদিন কয়েকশো মহিলা চোখে কালো চশমা পরে ও বিজয়বর্গীয়র কুশপুতুল চৌদলায চাপিয়ে প্রতিবাদ মিছিল করেন। সঙ্গে ছিলেন বড়জোড়া ব্লক নেত্রী সবিতা দাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোড়েল। মিছিল শেষে বড়জোড়া চৌমাথা মোড়ে বিজেপি নেতার কুশপুতুল দাহ করেন মহিলারা।
মহিলা তৃণমূল নেত্রী অর্চিতা বিদ বলেন, বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ভারতীয় মহিলাদের সুর্পনখা বলেছেন। সুর্পনখা হলেন রামায়নের এক খল চরিত্র, যার নাক কাটা গিয়েছিল। কিন্তু আমরা যে সুর্পনখা নই তাই সকলে চশমা পরে প্রতিবাদ জানিয়ে বিজেপি নেতাকে বোঝাতে চেয়েছি আমাদের নাক আছে। এই চশমাগুলি বিজেপির মুরলীধর লেনের কার্যালয়ে পাঠাবেন বলেও জানান তিনি।