নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৬ আগস্ট: অভিমান ভাঙাতে মুকুলের বাড়িতে কৈলাস। রবিবার বঙ্গ সফরে আসেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। দমদম বিমানবন্দরে পা রাখার পর কৈলাস বিজয়বর্গীয় সোজা চলে যান মুকুল রায়ের সল্টলেকের বাড়ি। সেখানে গিয়ে একটু বিশ্রাম নিয়ে বৈঠক করেন বিজেপির জাতীয় পরিষদের সদস্যের সঙ্গে। প্রায় ৪৫ মিনিট ধরে ক্লোজডোর বৈঠক হয় দু’জনের।
উল্লেখ্য, কয়েকদিন ধরেই মুকুল রায়ের অনুগামীরা প্রকাশ্যে বলাবালি করছিলেন বিজেপিতে দাদার জায়গা হবে না। ঠিক সেই সময়ে কৈলাস বিজয়বর্গীয় ছুটে আসলেন মুকুল রায়ের বাড়িতে। দল যে মুকুল রায়কে গুরুত্ব দিচ্ছে সেকথা এদিন ফের একবার মুকুল রায়কে বোঝাবার চেষ্টা করবেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক। তবে জল ছাড়া মুকুল রায়ের চিড়ে কতটা কৈলাস বিজয়বর্গীয় ভেজাতে সক্ষম হল তা ভবিষ্যতই বলবে।
অন্যদিকে মুকুল রায়ের সঙ্গে কৈলাস বিজয়বর্গীর বৈঠক মানতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মুকুল রায়ের শরীর খারাপ। তাকে দেখতেই তার বাড়িতে গিয়েছেন কৈলাস বিজয় বর্গীয়।