নির্বাচনী রণকৌশল! বিধানসভা ভোটের ছক সাজাতে রবিবার দক্ষিণ দিনাজপুরে আসছেন কৈলাশ বিজয়বর্গীয়

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২ জানুয়ারি: বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার ৬ আসন দখলে মরিয়া গেরুয়া শিবির। ভোটের আগে কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে ও সংগঠনের রনকৌশল ঠিক করতে জেলায় আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয় বর্গীয়। রাজ্য নেতা সায়ন্তন বসুকে সঙ্গে নিয়ে নেতাকর্মীদের সাথে একাধিক বৈঠক করে ঠিক করবেন রণকৌশল।

জানা গেছে রবিবার সকাল দশটায় মালদা থেকে বালুরঘাটে পৌঁছবেন বিজেপির ওই কেন্দ্রীয় নেতা। যেখানে জেলা কার্যালয়ে সাংসদ ও জেলা নেতাদের উপস্থিতিতে সকল নেতাকর্মীদের নিয়ে বৈঠক করবেন তিনি। জনপ্রতিনিধিদের সাথে বৈঠকের পর দলীয় নেতাদের সাথে আলাদা বৈঠক করবেন। বৈঠকে নির্বাচনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনার পর দুপুর একটায় বুনিয়াদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে একটি পথসভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে কৈলাশ বিজয় বর্গীয়র।

বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন জানিয়েছেন, দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করতেই জেলায় আসছেন কৈলাশ বিজয়বর্গীয়। নির্বাচনের আগে নির্বাচন সংক্রান্ত বিষয়ই থাকছে এই বৈঠকের মূল বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *