পুরুলিয়ায় সাংসদকে হেনস্থার প্রতিবাদে আজ কৈলাস, মুকুল সহ এক ঝাঁক নেতার প্রতিবাদ কর্মসূচি ঝালদায়

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১০ জানুয়ারি: বিজেপির অভিনন্দন যাত্রায় পুলিশের লাঠিচার্জ এবং সাংসদকে হেনস্থার বিরুদ্ধে আজ জোরালো প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিজেপি। শুক্রবার, ঝালদায় কেন্দ্রীয় নেতা ও এক ঝাঁক সাংসদকে এনে জোরালো প্রতিবাদ করার জন্য প্রস্তুত হয়েছে পুরুলিয়া জেলা বিজেপি। ওই দিন দুপুরে ঝালদা শহরে একটি প্রতিবাদ মিছিল ও পথ সভা করবে বিজেপি। কেন্দ্রীয় কমিটির সদস্য তথা এই রাজ্যের দলীয় পর্যবেক্ষক কৈলাস বিজয় বর্গীয়, কেন্দ্রীয় কমিটির সদস্য মুকুল রায় ছাড়াও সাংসদ ডা. সুভাষ সরকার, সৌমিত্র খাঁ,অর্জুন সিং, কুনার হেম্ব্রম ছাড়াও পুলিশি হেনস্থার শিকার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ওই কর্মসূচিতে অংশ নেবেন। পথ সভায় বক্তব্যও রাখতে পারেন তাঁরা।

   গত সোমবার, বিকেলে ঝালদা থানা এলাকার বিরসা মোড়ে দলীয় একটি কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশি হেনস্তার শিকার হন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং। বিনা প্ররোচনায় বিজেপির মিছিলে লাঠচার্জ করার অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে। পুরুলিয়া জেলা বিজেপির দাবি ওই ঘটনায় কম পক্ষে ২৫ জন আহত হন। ওই সময় কোনও মহিলা পুলিশ ছিল না। নির্মম ভাবে মহিলাদের উপরও লাঠি চার্জ বলে অভিযোগ। দুই পক্ষের সঙ্গে চলে  খণ্ড যুদ্ধ।আহত হন চার পুলিশ কর্মীও। এই ঘটনার পর পরই সাংসদ, বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ মোট ২৮ জনের বিরুদ্ধে এফআইআর করে ঝালদা থানার পুলিশ। এর মধ্যে ছয় জনকে গ্রেফতার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *