নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ জানুয়ারি:
স্বপন দাশগুপ্তের হেনস্তা নিয়ে সরাসরি মমতাকে হুঁশিয়ারি কৈলাসের। বিজেপির কেন্দ্রীয় নেতা বলেন বিশ্বভারতীতে আমাদের রাজ্য সভার সাংসদকে হেনস্তা করা হয়েছে। পুলিশ এই ঘটনার পরেও নিরব বলে অভিযোগ করেন তিনি। তারপরেই সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার প্রশাসনকে হুঁশিয়ারি দেন রাজ্যের বিজেপি পর্যবেক্ষক। তিনি বলেন, এসএফআই ও তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যরাই স্বপন দাশগুপ্তের হেনস্তার ঘটনায় জড়িত। এই ঘটনার আমি তীব্র নিন্দা করছি। তারপরেই স্বপন দাশগুপ্তের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি এক ভিডিও বার্তায় বলেন, আমি বিশ্বভারতীর ঘটনার তীব্র নিন্দা করছি।