আমাদের ভারত, হাওড়া, ২৪ এপ্রিল: কেন্দ্র হাওড়াকে ‘হটস্পট’ ঘোষণা করেছে কয়েকদিন আগেই। তারপর থেকে পুলিশের কড়াকড়ি শুরু হলেও এখনও অনেক জায়গায় দূরত্ব-বিধি ঠিকমতো মানা হচ্ছে না বলে অভিযোগ। তাই সংক্রমণের আশঙ্কায় এবং তা ঠেকাতে হাওড়ার বেশ কয়েকটি বাজার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তারমধ্যে রয়েছে কালিবাবুর বাজার, শিবপুর বাজার, হরগঞ্জ বাজার, বালিটি কুরি বাজার। আবার বেশ কিছু বাজারকে জনবহুল এলাকা থেকে ফাঁকা জায়গায় স্থানান্তর করা হয়েছে। সপ্তাহে তিনদিন করে বসবে রামরাজাতলা ও চ্যাটার্জিহাট বাজার। আগামীকাল থেকে সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে কদমতলা বাজার। তাই আজ শেষবারের মত এই বাজারে ভিড় জমান ক্রেতারা।