অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৭ মার্চ:
ঝাড়গ্রাম পৌরসভায় ১৬ জন তৃণমূলের কাউন্সিলর এবং ২ জন বিরোধী মিলে মোট ১৮ জন কাউন্সিলরের
সর্বসম্মতিক্রমে ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেন কবিতা ঘোষ এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন সুখী সরেন। আজ ঝাড়গ্রাম পৌর সভার সামনে শহরের ১৮ জন নব নির্বাচিত কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ ঝাড়গ্রামের বিধায়ক তথা বনপতিমন্ত্রী বিবাহা হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত, জেলাসভাপতি তথা বিনপুরের বিধয়ক দেবনাথ হাঁসদা সহ দলের অন্যান্য নেতৃত্বরা। শপথ গ্রহণ শেষে দলের নির্দেশ অনুযায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঘোষণা হয়। বাকি অফিসিয়াল কাজ সম্পন্ন হবে সোমবার পৌরসভা খুললে। ঝাড়গ্রামের নারী শক্তিকে প্রাধান্য দিয়ে, মহিলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঘোষণাকে সাধুবাদ জানাচ্ছে এলাকাবাসী। এতে ঝাড়গ্রামে শান্তি থাকবে বলে বক্তব্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের।
নতুন চেয়ারম্যান জানান, শহর পরিচ্ছন্ন রেখে সবুজায়নে জোর দেওয়া হবে। সবার সাথে অালোচনা করে নাগরিক পরিষেবা সঠিক ভাবে দেখাই মূল লক্ষ্য। জেলা সভাপতি তথা বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা জানান, দলের নির্দেশ মেনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঘোষণা হয়েছে।
ঝাড়গ্রামে শপথ গ্রহণ অনুষ্ঠানে আদিবাসী কাউন্সিলররা অাদিবাসী ভাষায় ও কুড়মি কাউন্সিলরা কুড়মি ভাষায় শপথ বাক্য পাঠ করেন।