আমাদের ভারত, ৯ আগস্ট: নার্সারির শিশুদের স্টাডি মেটিরিয়াল নিয়ে তীব্র বিতর্ক। সেই স্টাডি মেটিরিয়ালে লেখা হিন্দি বর্ণমালা শেখাতে ‘ক’তে “কাবা”, ‘ম’তে “মসজিদ”, ‘ন’তে “নমাজ” এবং ‘ঔ’তে “ঔরাত হিজাব মে “ব্যবহার করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাইসেন জেলার একটি বেসরকারি স্কুলে।
বাড়িতে তার ভাইপো স্কুলে স্টাডি মেটেরিয়াল পরীক্ষা করার জন্য বিষয়টি দেখতে পান। তারপর বিষয়টি পরিবারের নজরে আনেন। ভয়াবহ এই ঘটনা প্রকাশ্যে আসার পরই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রতিবাদীরা শিক্ষা উপকরণে উর্দু ইসলামিক শব্দ ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হন।
জিজ্ঞাসাবাদের পর স্কুলের অধ্যক্ষ এ আই কুরেশি স্বীকার করেছেন যে স্টাডি ম্যাটেরিয়াল পরীক্ষা না করে বিতরণ করা হয়েছিল। অধ্যক্ষ জানান, যে স্টাডি মেটেরিয়ালগুলি ভোপাল থেকে আনা হয়েছিল। তবে বিতর্কের পর সেগুলি সমস্ত অভিভাবকদের স্কুলে ফেরত দিতে বলা হয়েছে।
কোতোয়ালি থানার ইনচার্জ নরেন্দ্র গোয়েল বিক্ষোভের খবর পেয়ে স্কুলে পৌছান। তিনি পরিস্থিতি সামাল দেন এবং বিক্ষোভকারীদের থানা এবং জেলা শিক্ষা অফিসে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন।
এই ঘটনার কয়েকদিন আগে সমাজবাদী পার্টি পরিচালিত পিডিএফ পাঠশালার শিশুদের রাজনৈতিক ব্যক্তিদের নামের মাধ্যমে ইংরাজি বর্ণমালা শেখানোর ঘটনা প্রকাশ্যে এসেছিল।
পিডিএ পাঠশালায় ‘এ’ ফর অ্যাপেল ‘বি’ ফর বলের পরিবর্তে ‘এ’ ফর অখিলেশ যাদব, ‘বি’ ফর বাবাসাহেব আম্বেদকর, ‘এম’ ফর মুলায়ম সিং- এর রেফারেন্স ব্যবহার করা হচ্ছিল।