আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: আইআরসিটি ইস্ট জোনের পক্ষ থেকে স্বদেশ দর্শন জ্যোতির্লিঙ্গ স্পেশাল টুরিস্ট ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। এই ট্রেনের শুভ সূচনা হবে কলকাতা স্টেশন থেকে ৬ নভেম্বর।
কলকাতা স্টেশন থেকে ছেড়ে উজ্জয়ন, ওমকারেশ্বর, সিরিডি, সানিসিংহনাপুর, দারোকা, নাগেশ্বর, সোমনাথ এবং স্ট্যাচু অফ ইউনিটি ভ্রমণ করাবে এই ট্রেন। ১১ রাত্রি ১২ দিন এর মোট খরচ জনপ্রতি ২২০১০ টাকা, -স্ট্যান্ডার্ড ক্লাসের (স্লিপার কোচের) জন্য এবং ৩৩০২০/- টা কমফোর্ট ক্লাসের (ট্রেনে তৃতীয় শ্রণির এসি ও হোটেলে এসি রুম) জন্য। এই প্যাকেজ মূল্যের মধ্যে ট্রেন ভাড়া, হোটেলে রাত্রি বাসের ব্যবস্থা, নিরামিষ আহার, বাসে করে দর্শনীয় স্থান ভ্রমণ, সঙ্গে ট্যুর ম্যানেজার, ভ্রমণ বীমা, এলটিসি বিল ইত্যাদির ব্যবস্থা আছে।
সকল ভ্রমণ পিপাসু মানুষ এই প্যাকেজ বুকিং করতে পারেন আইআরসিটিসি পূর্বাঞ্চল শাখা অফিসে, ৩ কয়লাঘাটা স্ট্রিট, গ্রাউন্ড ফ্লোর, কলকাতা-৭০০০০১ অথবা আইআরসিটিসির ওয়েবসাইট WWW irctctourism.com। এছাড়া বিশদ বিবরণ জানতে ৮৫৯৫৯০৪০৭৩/৭৫/৮২ নং ফোন করতে পারেন।
এমনটাই আজ পূর্ব মেদিনীপুরের তমলুকে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে জানালেন আইআরসিটিসি পূর্বাঞ্চল শাখার আধিকারিকগণ।