“রেশনের চাল চুরি করে বাংলাদেশে পাচার করতো জ্যোতিপ্রিয় মল্লিক,” বললেন বিজেপির বিধায়ক স্বপন মজুমদার

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ নভেম্বর: রেশনের চাল চুরি করে বাংলাদেশে পাচার করত প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এমনই বললেন বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। রেশন কেলেঙ্কারিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই পথে নেমেছে বিজেপি। শুক্রবার উত্তর ২৪ পরগণার বনগাঁ সাংগঠনিক জেলার গোপালনগর ন’হাটা বাজারে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এবং বনগাঁ সংগঠনিক জেলার বিজেপির প্রাক্তন সভাপতির উপস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকরা প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন।

এই মিছিল থেকে বিধায়ক স্বপন মজুমদার বলেন, বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিক যখন আদালতে যাচ্ছিলেন, সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। আমাদের প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় যখন সব জানেন তাহলে তাকে আগে গ্রেফতার করে জেরা করা হোক। আমরা ইতিমধ্যেই তার পদত্যাগের দাবি জানাচ্ছি। তিনি বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক যখন খাদ্যমন্ত্রী ছিলেন সেই সময় বনগাঁর রাধাগোবিন্দ রাইস মিল থেকে ১৪৪ ট্রাক রেশনের চাল উদ্ধার হয়েছিল। সেই চাল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তাছাড়া প্রচুর রেশনের চাল বাংলাদেশে পাচার করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। এছাড়া বনগাঁ, বাগদা, গাইঘাটা সীমান্ত এলাকা থেকে যে সব গরু বাংলাদেশে পাচার হয়েছে তার টাকার ভাগ নিতেন এই জ্যোতিপ্রিয় মল্লিক। বরুণ বিশ্বাসের খুনের পেছনে এই মন্ত্রীর হাত ছিল। কারণ সেই সময় সুটিয়া এলাকায় একটি বাঁধ তৈরির জন্য ৩৮ কোটি সরকারি টাকা বরাদ্ধ হয়েছিল, তার দেখভাল ও এলাকায় মহিলারা দিনের পর দিন ধর্ষিতা হচ্ছিল তাঁর প্রতিবাদ করছিল বরুণ। বরুণ জনপ্রিয় হয়ে উঠেছিল গোটা এলাকার মানুষের কাছে।

তাকে খুন করতে বিভিন্ন এলাকার সন্ত্রাসবাদীদের এক করে বরুণকে খুন করেছে এই মন্ত্রী। এছাড়া বনগাঁয় এক বান্ধবী আছে, তাঁর সেই বান্ধবী এখন ফুলেফেঁপে কলা গাছ হয়ে উঠেছে। তারাও ছাড়া পাবে না সিবিআইয়ের হাত থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *