বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩ ডিসেম্বর: মতুয়াদের উন্নয়নের জন্য বিজেপি সাংসদ শান্তুনু ঠাকুরকে তৃণমূল কংগ্রেসে আহ্বান জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, “যদি প্রকৃত অর্থে বাংলার উন্নয়ন করতে চান তাহলে আমাদের দলের প্লাটফর্মে আসুন, বিজেপি মতুয়াদের সঙ্গে প্রবঞ্চনা করেছে। শান্তনু ঠাকুর আমাদের সঙ্গে আসুন, একসঙ্গে উন্নয়নের কাজ করব আমরা।” বাগদার হেলেঞ্চাতে রাজনৈতিক সভা থেকে এই আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

আগামী ৯ ডিসেম্বর বনগাঁ মহকুমার গোপালনগরে মুখ্যমন্ত্রী আসছেন জনসভা করতে| এজন্য বাগদার হেলেঞ্চাতে বৃহস্পতিবার প্রস্তুতি বিষয়ক রাজনৈতিক সভা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ হেলেঞ্চা বাজারের কাছে একটি কমিউনিটি হলে বেলা এগারোটা নাগাদ এই সভা হয়| সভাতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতির সংখ্যা ছিল চোখে পড়ার মত৷ দলের সমস্ত কর্মী সমর্থকদের একসাথে চলা ও পুরোনো কর্মী সমর্থকদের যোগ্য সম্মান দেওয়ার কথা বলেন খাদ্যমন্ত্রী| বিজেপি সাংসদ শান্তুনু ঠাকুর প্রসঙ্গে তিনি বলেন যে, শান্তনু ঠাকুর সাংসদ হওয়ার পর থেকে বিজেপি মতুয়াদের জন্য কোনো কিছুই করেনি| এই কারনে শান্তুনু ঠাকুরকে তৃণমূলে আসার আহ্বান জানান খাদ্যমন্ত্রীI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *