আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ আগস্ট: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল ঘোলা মুরাগাছার একটি
জুটের ব্যাগ তৈরির কারখানা। ঘোলার পেয়ারা বাগান অঞ্চলের এস. এল. প্যাকেজিং প্রাইভেট লিমিটেড নামে একটি জুটের ব্যাগ তৈরি করার কারখানায় বৃহস্পতিবার ভোরে বিধ্বংসী আগুন লাগে। ভোর রাতে কারখানার শ্রমিকরা কারখানার মধ্যে আগুন দেখতে পান। তারা দমকলে খবর দিলে দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কারখানার মধ্যে আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার শ্রমিকরা স্থানীয় একটি জলাশয় থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। এরপর দমকল কর্মীরাও ওই জলাশয় থেকে পাম্পের সাহায্যে জল নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের।

ওই কারখানায় সহজ দাহ্য পদার্থ মজদু থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। তবে কি থেকে আগুন লাগল তার তদন্ত করছে দমকল বাহিনী ও ঘোলা থানার পুলিশ। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগেছে।
এদিন কর্তব্যরত দমকল আধিকারিক জানান, “কেন আগুন লেগেছে তা সঠিক ভাবে বলা সম্ভব না। তবে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এই কারখানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকলেও সেটা কাজ করেনি। সহজ দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি ।” সারা রাতের চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রনে আসে।

