JUTA, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ে নামার আর্জি ‘জুটা’-র

আমাদের ভারত, ২ আগস্ট: এবার সরাসরি পেনশন, পিএফ এবং অন্যান্য অবসরকালীন সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয়ের হাত থেকে নিয়ে নিচ্ছে রাজ্যের শিক্ষা দফতর। ওই দফতর থেকে এ নিয়ে চিঠি দেওয়া হয়েছে। শনিবার সেই চিঠি প্রকাশ্যে এনে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জুটা) বিভিন্ন অনিয়মের দাবি করেছে। আবেদন করেছে, “আসুন সকলে একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াইয়ে নামি।”

জুটা-র তরফে পার্থপ্রতীম রায় জানান, “ইতিমধ্যেই বিকাশ ভবন বিশ্ববিদ্যালয়ের কর্মীদের মাইনে, ট্রান্সফার, ছুটি, পিএফ, পেনশন সহ সমস্ত কিছু বিকাশ ভবন থেকে এইচআরএমএস (হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট সিস্টেম) চালু করছে।

এভাবে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের কোনো আইনের তোয়াক্কা না করে কেড়ে নেওয়া হচ্ছে সমস্ত স্বাধিকার। এবার বিকাশ ভবন থেকে চিঠি দেওয়া হলো পিএফ, পেনশন সহ সমস্ত অবসরকালীন সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয় থেকে সরকারের হাতে ছাড়ার জন্য।

নিয়মিত বিশ্ববিদ্যালয়ের জন্য বেতন, রক্ষণাবেক্ষণ, পড়াশোনা- গবেষণার জন্য কোনো টাকা দেওয়া হচ্ছে না। অন্যদিকে, রেজিস্ট্রার, ফিনান্স অফিসার সহ সব পদে নিয়োগ বন্ধ করে রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্রে চলছে সীমাহীন দুর্নীতি। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্বাধিকার কেড়ে নিয়ে প্রতিহিংসাপরায়ণ আচরণ করা হচ্ছে।

এমন সব অপদার্থ শিক্ষা প্রশাসক এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা চালাচ্ছেন, যাঁরা সারা দেশে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে ক্লাস শুরু হওয়ার পরেও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল বের করতে পারেন না। সেন্ট্রাল পোর্টাল দিয়ে সায়েন্স, আর্টস- এর ডিগ্রি পাঠক্রমে ভর্তিও শুরু করতে পারেন না। এসমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে। আসুন সকলে একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াইয়ে নামি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *