আমাদের ভারত, জলপাইগুড়ি, ৫ আগস্ট: দুর্ঘটনা এড়াতে রবি ও সোমবার জলপাইগুড়ির জল্পেপ মন্দির গর্ভে পুন্যার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার কলকাতার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সিঙ্গেল বেঞ্চ এই রায় দিয়েছেন।

গত রবিবার জল্পেপ মন্দিরের ভিতরে একজন পূন্যার্থী অসুস্থ হয়ে পড়ে। এতটাই মানুষের ভিড় ছিল যে ওই পুর্নার্থীকে বাইরে বের করে নিয়ে এসে চিকিৎসার পরিষেবা দিতে বেগ পেতে হয় সকলকে। এই সমস্যার কথা সার্কিট বেঞ্চে তুলে ধরেন রাজকুমার দাস। এরপরেই জল্পেপ মন্দিরের পরিকাঠামো খতিয়ে দেখে এ দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছেন রবি ও সোমবার কেউ মন্দির গর্ভে প্রবেশ করতে পারবেন না বলে জানান সার্কিট বেঞ্চের সরকারি আইনজীবী বিক্রমাদিত্য ঘোষ। তিনি বলেন, “জল্পেপ মন্দিরে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই কারণে মন্দির কমিটির সঙ্গে আলোচনা করে বিচারপতির নির্দেশ দিয়েছেন মন্দিরের বাইরে তিনটি জায়গায় পাইপের মাধ্যমে জল ঢালার ব্যবস্থা করা হবে। এই দুই দিন টিকিট নেওয়া যাবে না। মাস্ক পরতে হবে সবাইকে। দুই দিনের পরিস্থিতি নজরে রাখবে প্রশাসন, উপস্থিত থাকবে পুলিশ। সব দিক খতিয়ে দেখে আবার বুধবার মালমাটি উঠবে।”

জল্পেপ মন্দির কমিটির সম্পাদক গিরিন্দ্রনাথ দেব বলেন, “ভিড় ও দুর্ঘটনা এড়াতে বিচারপতির নির্দেশ বাইরে থেকে সকলকে জল ঢালতে হবে জল্পেপ মন্দিরে। কোনো টিকিট নেওয়া যাবে না। করোনার পর মন্দির খোলা হয়েছে। টিকিট না নিলে মন্দির কমিটির আর্থিক একটা সমস্যা তো হবে।”

