আমাদের ভারত, ১৪ মে: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা। কর্ণাটকে কংগ্রেস, বিধায়কের সংখ্যায় জিতেছে। এখনো বহু খেলা বাকি আছে। সিঙ্গুরে সাংগঠনিক বৈঠকে এসে এমনই একাধিক বিস্ফোরক দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
হুগলিতে তিন দিনের সাংগঠনিক বৈঠকের আজ রবিবার প্রথম দিন। সিঙ্গুর- চুঁচুড়া- চন্দননগর বিধানসভা বৈঠকে যোগ দেবেন বিজেপি সাংসদ। তৃণমূলের নব জোয়ার কর্মসূচি নিয়ে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, “তাঁবু খাটিয়ে রাতে কাদের সঙ্গে মিটিং করছেন আমরা সব জানি। আমাদের কাছে সব খবর আসছে। কিন্তু ওইভাবে উনি বাঁচতে পারবেন না। উনি যদি ভেবে থাকেন উনি গ্রেফতার হবে না, তার জন্য বিভিন্ন লোকেরা রাস্তায় নামবে, তুলকালাম করবে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি গন্ডগোল হবে, সেটা হচ্ছে না।”
তিনি আরও বলেন, “আমরা মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারছি এবং আমাদের সাধারণ বোধ বুদ্ধিতে যা বলে, গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা। যেভাবে মিডিয়া বলছে ওনার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা গিয়েছে, থাইল্যান্ডে টাকা গিয়েছে, কার অ্যাকাউন্টে টাকা গিয়েছে, ওনার অ্যাকাউন্ট থেকে হলে উনি অ্যারেস্ট হবেন।
একই সঙ্গে সুকান্ত মজুমদার দাবি করেন, কর্ণাটকের ফলাফলের প্রভাব রাজ্যের পঞ্চায়েতে পড়বে না। একই সঙ্গে তাঁর দাবি, কেন্দ্রে আবার ক্ষমতায় আসবে বিজেপি। তাঁর কথায়, এখুনি যদি কর্ণাটকে লোকসভা নির্বাচন হয়, তাহলে বিজেপি জিতবে। মানুষ দুহাত তুলে মোদীকে আশীর্বাদ করবে। এরপরই তিনি দাবি করেন,
“কর্ণাটকে কংগ্রেসকে শপথ নিতে দিন। ছয় মাস, এক বছর সরকার চলতে দিন। এখনো বহু খেলা বাকি আছে।”

