সবে কলির সন্ধ্যে! বাবা মেয়ে পাশাপাশি তিহার জেলে আছে, এরপর পিসি ভাইপোও যাবে: সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ১ মে: অভিষেক বন্দ্যোপাধ্যায় সংযোগ যাত্রার কর্মসূচিতে গিয়ে বিরোধীদের বিরুদ্ধে ইচ্ছাকৃত ইডি সিবিআই লাগিয়ে ভয় দেখানোর অভিযোগে সরব হয়েছেন। এর পাল্টায় বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, সবে তো কলির সন্ধ্যে, এখন বাবা আর মেয়ে তিহারে গেছেন। এরপর পিসি ভাইপোও যাবেন।

উত্তরবঙ্গে একটি সভা থেকে কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূল সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে বিরোধীদের ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ইডি সিবিআই দিয়ে অন্য দলের মতো তাদের দলকে ঘরে ঢুকিয়ে রাখা যাবে না। আমাকে অনেকবার নোটিশ পাঠিয়েছে, যত নোটিশ পাঠাবে তত আন্দোলনে তীব্রতা বাড়বে।”

এর পাল্টা দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “আমরা ভয় দেখাচ্ছি না। উনি ভয় পাচ্ছেন। চুরি করলে অপরাধীকে সাজা পেতে হবে। ওনার স্ত্রীর অ্যাকাউন্টে যদি বেহিসেবের টাকা ঢুকে থাকে, তাহলে ওনাকেও জেলে যেতে হবে।” এরপরই কটাক্ষ করে সুকান্ত বলেন, “সবে কলির সন্ধ্যে। আমরা দেখতে পাচ্ছি বাবা মেয়ে পাশাপাশি দুটো ব্লকে তিহার জেলে রয়েছে। এরপর পিসি ভাইপো থাকবে, অসুবিধে কি রয়েছে?”

সুকান্ত মজুমদার বলেন, “আগে বাঙালিরা আমরা সপরিবারে তীর্থ যাত্রা করতে যেতাম পূর্ণ অর্জনের জন্য। এখন তৃণমূলের আমলে, তৃণমূল কংগ্রেসের নেতারা সপরিবারে জেলে গেছেন। আর কদিন পরে আরও অন্য কোনো নেতাকে দেখবো। এর আগে আমরা দেখেছিলাম, নেতার সাথে তার বান্ধবী জেলে গেছে, এবার নেতার সাথে তার কন্যা।

এদিন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিকেও কটাক্ষ করেন। বিজেপি নেতা বলেন, নব জোয়ার কর্মসূচিতে আসলে নব চোর খুঁজে বেড়াচ্ছেন অভিষেক। পুরনো চোরেরা হয় দাগি হয়ে গেছেন, না হলে জেলে ঢুকছে, অথবা ঢুকবে ঢুকবে করছেন, তাই নতুন চোর খুঁজতে ঘুরে বেড়াচ্ছেন উনি।

অন্যদিকে জামুরিয়ায় বিজেপি নেতা খুনের ঘটনায় দলের নেত্রী তথা আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালের সিবিআই তদন্তের দাবিকে সম্পূর্ণ ভাবে সমর্থন করেন বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। তার কথায়, “পশ্চিমবঙ্গে বর্ধমান ও আসানসোল শিল্পের সম্ভাবনা সবচেয়ে বেশি। আর সেখানেই একের পর এক খুনের ঘটনা ঘটছে। এর আগে খুন হয়েছেন রাজু ঝাঁ। এরপর বিজেপির এক নেতা খুন হলেন। প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হত্যা লীলা চলছে। তাতে এটা প্রমাণ হচ্ছে যে, আইনের শাসন বলে কিছু নেই। প্রমাণ হয়ে গেছে অপরাধীরা পুলিশকে ভয় পায় না। সেই কারণে পুলিশ অপরাধীদের গ্রেফতারও করতে পারে না। ফলে অগ্নিমিত্রা পালের যে সিবিআই তদন্তের দাবি, তাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। কারণ সেই দাবি অত্যন্ত যৌক্তিক দাবি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *