পার্থ খাঁড়া, আমাদের ভারত, ৫ ডিসেম্বর: অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন ক্লাব “তরুণ সংঘ ব্যায়ামাগার”-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল মহিলাদের ফুটবল প্রতিযোগিতা “জঙ্গল কন্যা কাপ ২০২৫”। এবার ছিল দ্বিতীয় বর্ষ। মেয়েদের খেলাধূলায় অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মেদিনীপুর কলেজ ময়দানে টানা দু’দিন ও রাতজুড়ে অনুষ্ঠিত এই মহিলাদের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আয়োজক মেদিনীপুরের তরুণ সংঘ ক্লাব। রানার্স আপ হয় দক্ষিণ ২৪ পরগনার “গঙ্গাসাগর একাদশ”। বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খন্ড ও ছত্তিশগড় মোট পাঁচ রাজ্যের ১৬টি দল এবারের প্রতিযোগিতায় অংশ নেয়।

রাতের অন্ধকারেও মাঠে দেখা যায় দর্শকদের উপচে পড়া ভিড়। মহিলা ফুটবলের প্রতি মানুষের আগ্রহ এবং সমর্থন ছিল নজরকাড়া।
উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গী, ক্লাবের সভাপতি উদয় পাল, ক্রীড়া সম্পাদক তপন ভকত, ক্রীড়া সংগঠক নন্দলাল ভকত, সমাজসেবী শান্তনু চক্রবর্তী, নির্মাল্য চক্রবর্তী, কুনাল ব্যানার্জি সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন সুমন চক্রবর্তী।
খেলাধূলায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

