মেদিনীপুরে নন্দীবাড়ির রাস উৎসবের উদ্বোধন জুন মালিয়ার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: প্রাচীন নন্দীবাড়ির রাস উৎসবের উদ্বোধনে এলেন বিধায়ক জুন মালিয়া। তিনি প্রদীপ জ্বালানো ও আরতির পাশাপাশি কোমর দুলিয়ে রাসে নেচে ওঠেন।এদিন তিনি নন্দী বাড়ির বিশেষ ভোগ পরিবেশনের পাশাপাশি ভগ্ন রাস মঞ্চ সারিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে যান।

গতকাল ছিল রাস পূর্ণিমা।এইদিন পরম্পরা, নিয়ম ও রীতি নীতি মেনে চিড়িমারসাই নন্দী বাড়িতে অনুষ্ঠিত হলো রাস উৎসব। মূলত এদিন প্রদীপ জ্বালিয়ে আরতির মাধ্যমে এই উৎসবের সূচনা করেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। তিনি নন্দী বাড়ির পরিবারের সঙ্গে রাস উৎসবে মেতে ওঠেন। প্রথমে প্রদীপ নিয়ে আরতি করার পরেই তিনি রাসমঞ্চে প্রসাদের থালা মাথায় নিয়ে মঞ্চ পরিক্রমা করেন। এরপর সবার উদ্দেশ্যে বাতাসা, সুঁটি, গজা বিলিয়ে দেন। তারপর তিনি নৃত্যের তালে তালে রীতিমতো কোমর দুলিয়ে হাত নেড়ে রাস উৎসবে মেতে উঠেন।

এদিন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার সঙ্গে সঙ্গ দেন নন্দী বাড়ির সদস্য এবং আশপাশের পাড়া প্রতিবেশীরা। পরে তিনি রাস পূর্ণিমার বিশেষ ভোগ পরিবেশন করেই আসর ছাড়েন নন্দীবাড়ির। এইদিন বিধায়ক নন্দীবাড়ির এই রাস মঞ্চের ভগ্ন দশা সরিয়ে ফেলা নিয়ে আশ্বাস দিয়ে যান। বলেন উপর মহলে এ বিষয়ে আবেদন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *