আমাদের ভারত, ১২ জুলাই: ২৫ জুন ১৯৭৫ সালে দেশ জুড়ে জরুরি অবস্থার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। অতীতের সেই কালো অধ্যায় তুলে ধরে বারবার সরব হয়েছে বিজেপি। এবার সেই দিনটিকে স্মরণ করে নতুন ঘোষণা করল তৃতীয় মোদী সরকার। শুক্রবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হলো, ২৫ জুন দিনটিকে পালন করা হবে সংবিধান হত্যা দিবস হিসেবে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এই প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেইলে অমিত শাহ লেখেন, ১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার স্বৈরাচারী মানসিকতায় দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন। ভারতের গণতন্ত্রের আত্মাকে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন। লক্ষ লক্ষ মানুষকে বিনা কারণে কারাগারে ঢোকানো হয়েছিল। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। তাই ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর ওই কালো দিন ২৫ জুন সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হবে।
তিনি লেখেন, বিশেষত এই দিনে সেই সব মানুষের অবদানকে স্মরণ করা হবে যারা ১৯৭৫ সালে জরুরি অবস্থার কারণে অমানবিক যন্ত্রণা সহ্য করেছিলেন। তিনি আরো লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল সেই লক্ষ লক্ষ মানুষের লড়াইকে সম্মান করা। যারা স্বৈরাচারী সরকারের অবর্ণনীয় নির্যাতন সত্ত্বেও গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে গিয়েছেন। সংবিধান হত্যা দিবস গণতন্ত্রকে রক্ষা করতে এবং প্রতিটি ভারতীয়র মধ্যে ব্যক্তি স্বাধীনতার অমরজ্যোতিকে বাঁচিয়ে রাখতে কাজ করবে। যাতে ভবিষ্যতে কংগ্রেসের মত কোনো একনায়কতান্ত্রিক মানসিকতার পুনরাবৃত্তি কেউ না করতে পারে।