আমাদের ভারত, কলকাতা, ২৭ মার্চ: শুক্রবারের জুম্মার নামাজ বন্ধ করল কলকাতার নাখোদা মসজিদ। এদিন জাকারিয়া স্ট্রিটের মসজিদে নামাজ বন্ধের নোটিশ দেওয়া হয়। করোনার জন্য বর্তমানে দেশে লকডাউন চলছে। তাই লকডাউনে মসজিদগুলিতে জমায়েত করতে বারণ করেছে মৌলানা সফিক ওসমানি। করোনার জন্য নিজের বাড়িতেই ধর্মপ্রাণ মুসলিমদের নামাজ পড়ার কথা বলেছেন নাখোদা মসজিদ কর্তপক্ষ। উল্লেখ্য ধর্মপ্রাণ মুসলিমরা দিনে পাঁচবার নামাজ পড়ে থাকেন। বহু ধর্মপ্রাণ মসলিম কলকাতার নাখোদা মজজিদে ভিড় জমান নামাজ পড়বার জন্য। লকডাউনের জন্য কোনও ধর্মপ্রাণ মুসলিমকে কোনও মসজিদেই জমায়েত না করার কথা বলা হয়েছে। কয়েকদিন ধরেই মসজিদে জমায়েত না হওয়ার জন্য আবেদন করেছিলেন মুসলিম সমাজের একাংশ। করোনার আতঙ্ক বাড়তেই কলকাতার নাখোদা মসজিদ এবার মজজিদে সবার প্রবেশ অাটকালো। কিন্তু পরিস্থিতির উন্নতি হলেই ফের ধর্মপ্রাণ মুসলিমদের জন্য মসজিদের দরজা খুলে দেওয়া হবে বলে জানিয়েছে নাখোদা মসজিদ।