আমাদের ভারত, ১৮ নভেম্বর: ডেঙ্গি আর ম্যালেরিয়া পরিস্থিতিকে ঘিরে ক্রমেই উদ্বেগ ছড়াচ্ছে রাজ্যে। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার নবান্নে বৈঠকে বসছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে, শুক্রবার কলকাতা পুরসভা পথে নামল। বাড়ি বাড়ি মশারি বিলি করলেন তৃণমূল কাউন্সিলার জুঁই বিশ্বাস।
৮১ নম্বর ওয়ার্ডে চেতলা রোড, নতুন বস্তি, মণ্ডল টেম্পল লেন প্রভৃতি এলাকায় মশারি বিতরন করল কলকাতা পুরসভা। উদ্যোগী ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলার তথা বরো কমিটির চেয়ারম্যান জুঁই বিশ্বাস। তিনি জানান, “বিরোধীদের মত আমরা লোকদেখানো মিটিং-মিছিলে বিশ্বাসী নই। ৩৬৫ দিন তৃণমূল ও পুরসভা থাকে মানুষের পাশে।”
প্রসঙ্গত, ডেঙ্গি আর ম্যালেরিয়া পরিস্থিতি মোকাবিলা কীভাবে হবে তা নিয়ে চর্চা চলছে পুরোদমে। কলকাতার পাশাপাশি জেলাস্তরেও পরিস্থিতি সংকটজনক বলে অনেকে দাবি করছেন। সেই পরিস্থিতিতে ১৪ দফা নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।বিরোধীরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, কোভিডের মতোই ডেঙ্গি রোগীর প্রকৃত সংখ্যা চেপে যাচ্ছে রাজ্য সরকার। তবে সরকারের তরফে অবশ্য এই অভিযোগ মানা হয়নি।

