চোপড়ার ঘটনায় কলকাতায় বিকেলে স্বামী বিবেকানন্দের বাড়ি সামনে থেকে মোমবাতি মিছিল করবে যুবমোর্চা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২০ জুলাই: চোপড়া ইস্যুতে এবার রাজ্য সরকারের উপর চাপ তৈরি করতে আসরে নামছে যুবমোর্চা। সোমবার কলকাতায় যুবমোর্চার সদস্যরা একটি মোমবাতি মিছিলের আয়োজন করেছে। বিকেল ৫.৩০টা নাগাদ যুবমোর্চার কর্মীরা মিছিল বার করবেন। সিমলাস্ট্রীটের স্বামী বিবেকানন্দর বাড়ির সামনে থেকে মিছিল বের হয়ে শ্যামবাজার পর্যন্ত যাবে।

যুবমোর্চার অভিযোগ, রাজ্যের আইনশৃঙ্খা বলতে কিছুই নেই। প্রতিদিন রাজ্যে ধর্ষণ হচ্ছে। অথচ পুলিশ চুপ। তাই চোপড়ার কিশোরীর মৃত্যুর প্রতিবাদে রাজ্যজুড়ে যুবমোর্চা আজ মোমবাতি মিছিলের ডাক দিয়েছে বলে জানিয়েছেন যুবমোর্চার রাজ্য সহসভাপতি প্রকাশ দাস। তিনি বলেন, কিশোরীর মৃত্যুর ঘটনায় আমরা যুবকরা চুপ করে বসে থাকতে পারি না। দোষিদের গ্রেফতারের দাবিতে যুবমোর্চা আজ কলকাতায় রাস্তায় নামছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *