নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৩১ অক্টোবর: বাংলা দখলের লক্ষ্য নিয়ে আগামী ৫-ই নভেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৫ ও ৬ নভেম্বর রাজ্যে থাকবেন তিনি। বিধানসভা ভোটের দিকে তাকিয়ে রাজ্য ও জেলা নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
দলীয় সূত্রে খবর, ৫ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা জেলার সাংগঠনিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও দক্ষিণবঙ্গের নবদ্বীপ জোনের সাংগঠনিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ৬-ই নভেম্বর পূর্ব মেদিনীপুর যেতে পারেন অমিত শাহ। দুই মেদিনীপুরের জেলার সাংগঠনিক নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।
উল্লেখ্য ৬-ই নভেম্বর রাজ্যে আসার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। শাহের বঙ্গ সফর চূড়ান্ত হওয়ায় জেপি নাড্ডার সফর বাতিল হয়েছে বলে দিল্লি সূত্রের খবর। রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করলেও করোনা আবহে জনসভা করবেন না অমিত শাহ।
অমিত শাহর রাজ্য সফর নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে। দু’দিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের খারাপ আইনশৃঙ্খলা নিয়ে নালিশ জানিয়েছেন রাজ্যপাল জাগদীপ ধনকার। আর ঠিক তার পরেই রাজ্যে আসার কথা জানিয়ে অমিত শাহর দপ্তর রাজ্য বিজেপিকে চিঠি দিয়েছে।
বিজেপির একাংশের বক্তব্য, তিন’দিন আগেই রাজ্য বিজেপির সংগঠন সম্পাদককে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় আনা হয়েছে অমিতাভ চক্রবর্তীকে। জল্পনা চলছে দিলীপ ঘোষকেও হয়তো সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এই নিয়ে দলের অন্দরে জোরদার কানাঘুষা চলছে। দলের একাংশের বক্তব্য আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে হয়তো অমিত শাহের উপস্তিতিতেই বড় কিছু সাংগঠনিক পরিবর্তন হতে পারে।