যেখানে আক্রমণ করা হয়েছিল, অভিষেকের সেই গড় শিরাকোলে ফের পরিবর্তন যাত্রায় নামছেন জেপি নাড্ডা

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৫ ফেব্রুয়ারি:
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে ফের শক্তি পরীক্ষা দিতে পরিবর্তন যাত্রায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামী ৮ ফেব্রুয়ারি গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম থেকে রথযাত্রা বার করবে রাজ্য বিজেপি। যার উদ্বোধনে থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। গঙ্গাসাগরের থেকে বিজেপির পরিবর্তন যাত্রা আসবে ডায়মন্ড হারবারে। তারপর ডায়মন্ডহারবার শিরাকোল হয় সেই রথ পৌঁছাবে কলকাতার দিকে।

কিন্তু কেন শিরাকোল? প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপি নেতৃত্ব জানাচ্ছেন, গত ১০ ডিসেম্বর শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলা হয়েছিল। হামলা হয়েছিল মুকুল রায় সহ রাজ্য বিজেপির একাধিক নেতার গাড়িতে। তাই জবাব দিতেই এই স্থানকে বেছে নিল রাজ্য বিজেপি। রাজ্য বিজেপি ডায়মন্ড হারবারে পরিবর্তন যাত্রা করে বুঝিয়ে দিতে চায় বিজেপি রাজ্যের শাসকদলের সবরকম চ্যালেঞ্জ নিতে তৈরি।

দলের একটা অংশ আবার বলছেন, ডায়মন্ড হারবারের সর্বভারতীয় সভাপতির কনভয় হামলার পর অনেক দলীয় কর্মী চাপে রয়েছেন। ভোটের আগে তাদের চাপ কাটিয়ে ফের ময়দানে নামাতেই ডায়মন্ডহারবারকে বেছে নেওয়া হয়েছে।

তবে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আক্রমণের দিনই জানিয়েছিলেন, এই ডায়মন্ড হারবারে ফের তিনি আসবেন। তা যে শুধু মুখের কথা নয়, ডায়মন্ড হারবারে পরিবর্তন যাত্রা করেই তা রাজ্যের শাসক দলকে বুঝিয়ে দেবেন জেপি নাড্ডা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *