নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ অক্টোবর: আগামী ৬ নভেম্বর ফের রাজ্যে আসছেন জেপি নাড্ডা। ২০২১ এর কথা মাথায় রেখেই পরেই আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। প্রসঙ্গত, পুজোর আগেই চলতি মাসে উত্তরবঙ্গের সাংগঠনিক বৈঠক করেছেন তিনি। এরপর ৬ নভেম্বর দুদিনের সাংগঠনিক বৈঠকে আসছেন তিনি। প্রথম দিনই বর্ধমানের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার সাংগঠনিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ৭ নভেম্বর জঙ্গলমহলের জেলা পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন জেপি নাড্ডা।
দলের সর্বভারতীয় সভাপতি রাজ্য সফর নিয়ে বুধবার কলকাতায় হেস্টিংসের বিজেপি অফিসে বৈঠকে বসেন রাজ্য বিজেপি নেতৃত্ব। সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের নেতৃত্বে এই বৈঠক শুরু হয়। বৈঠকে জেপি নাড্ডাকে জেলাগুলির সাংগঠনিক রিপোর্ট দেওয়া নিয়েও আলোচনা হয়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ছাড়াও জঙ্গলমহলের জেলাগুলির সাংগঠনিক অবস্থা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন মুকুল রায়, লকেট চ্যাটার্জিরা। তবে জেপি নাড্ডার হাতে জেলাগুলির সাংগঠনিক বিশ্লেষণ তুলে দেওয়ার আগে সতর্ক সাংসদ ও সংগঠনের নেতারা। কারণ সাংগঠনিক রিপোর্ট হাতে পাবার পর জেপি নাড্ডা জেলার নেতাদের পড়া ধরবেন।