দক্ষিণবঙ্গের নির্বাচনী প্রস্তুতি ঠিক করতে রাজ্যে আসছেন জেপি নাড্ডা

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৯ নভেম্বর:
২০২১এর প্রস্তুুতি সারতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সাংগঠনিক বৈঠক করবেন জেপি নাড্ডা। রবিবার বিজেপির রাজ্য সদর দপ্তরে এই কথা বলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ডিসেম্বরের শুরুতেই আসছেন জেপি নাড্ডা। বিধানসভা ভোটের প্রস্তুুতি নিয়ে দক্ষিণবঙ্গের সাংগঠনিক নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি।

প্রসঙ্গত, নভেম্বরে উত্তরবঙ্গ সফরে এসেছিলেন জেপি নাড্ডা। ঠিক এক মাস পার করেই ডিসেম্বরে এবার কলকাতা সংলগ্ন জেলাগুলির হাল ধরতে চান তিনি।
এব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, জেপি নাড্ডার রাজ্য সফরের কর্মসূচি নিয়ে প্রস্তুুতি চলছে। কলকাতার আশপাশের জেলাগুলোতে এবার সাংগঠনিক বৈঠক করতে আসবেন তিনি। সাংগঠনিক বৈঠক ছাড়া কোনও জনসভা করবেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি। সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হবেন জেপি নাড্ডা।

দিলীপ ঘোষ আরও জানান, রবিবার বিজেপি রাজ্য সদরদপ্তরে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কাজ করা অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক চিত্তরঞ্জন সরকার বিজেপিতে যোগদান করেছেন। হাওড়া সাঁতরাগাছি থেকে ও বাম ও তৃণমূল ছেড়ে একাধিক নেতাকর্মীও এদিন বিজেপিতে যোগদান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *