নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ ডিসেম্বর:
সিএএ নিয়ে রাজ্যে এসে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করলেন বিজেপির কার্যনিবাহী সভাপতি জেপি নাড্ড। তিনি বলেন, মমতা দি আগে দেশ, তারপর রাজনীতি। আপনি একটা সময় সিএএ-র দাবিতে সরব হয়েছিলেন। তাহলে এখন কেন তার বিরোধীতা করছেন। সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে রাজ্যের মতুয়ারা সবাই নাগরিকত্ব পাবেন। মতুয়ারা অনেক আগেই নিজেদের নাগরিকত্বের দাবি তুলছিল। এই আইনের মাধ্যমে হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষ নাগরিকত্ব পাবেন বলে জানালেন জেপি নাড্ডা। তারপরেই মতুয়াদের নিয়ে একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় কার্যকারী সভাপতি।
তিনি বলেন, বড়মা বীনাপাণি দেবির পা ছুঁয়ে আপনি আর্শিবাদ নিতে যেতেন। তাহলেই মোদি সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমেই তো আজ মতুয়া সম্প্রদায়ের মানুষ রাগরিকত্ব পাচ্ছেন। তারপরেই সিএএ নিয়ে তৃণমূলের অভিযোগ খন্ডন করেন জেপি নাড্ডা। তিনি বলেন, সিএএ মানে নাগরিকত্ব দেওয়া। কোনও মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। সংখ্যালঘুদের নাগরিকত্ব না পাওয়া নিয়ে তৃণমূলের অভিযোগের জবাব দিলেন বিজেপির কার্যকারি সভাপতি। রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে তিনি বলেন, সব ভারতীয় সংখ্যালঘুদের দায়িত্বভার ভারত সরকারের। ভারতে সংখ্যালঘুরা রাষ্ট্রপতি হয়েছেন। হয়েছেন উপরাষ্ট্রপতিও। বিজেপির আমলে যোগ্য সংখ্যালঘুরা যথাযোগ্য সন্মান পেয়েছেন।
বিরোধীরা সবসময় সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করে। তিন তালাকের সময় বিরোধীতা করেছেন। মুসলিম কোন দেশেই তিন তালাক নেই। মোদী সরকার তিন তালাক প্রথা আইন করে বন্ধ করেছেন। তৃণমূলের পাশাপাশি সিএএ ইস্যুতে কংগ্রেসকেও আক্রমন করেন বিজেপির কার্যনিবাহী সভাপতি। একসময়ে সিএএর সমর্থন করতেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি রাজ্য সভায় সিএএর সমর্থনে বক্তব্য পেশ করেছিলেন। তা হলে এখন কেন প্রাক্তন প্রধানমন্ত্রী বিরোধীতা করছেন। শ্যামবাজারে এই ভাষাতেই কংগ্রেসকেও আক্রমন করেন জেপি নাড্ডা। সোমবার সুবোধ মল্লিক স্ক্যোয়ার থেকে বিজেপির অভিনন্দন মিছিল শুরু হয়। শ্যামবাজারে গিয়ে মিছিল শেষ হয়। সেখানেই সিএএ’র সমর্থনে বক্তব্য রাখেন তিনি। তারপর দলীয় কর্মীদের কাছে এই আইন নিয়ে মানুষের কাছে যাবার কথা বলেন তিনি।