স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৫ নভেম্বর:
সোমবার সকাল থেকেই উত্তপ্ত করিমপুর উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব। রাজ্যের তিন কেন্দ্র করিমপুর, খড়্গপুর ও কালিয়াগঞ্জ চলছে ভোটগ্রহণ। অন্য দুই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও সকাল থেকেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় করিমপুর কেন্দ্রে। করিমপুরে থানারপাড়ার ৩৯ নম্বর বুথে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁর অভিযোগ, ওই বুথে বিজেপির এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়।
এদিন সকাল নটা নাগাদ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার থানারপাড়া ৩৯ নম্বর বুথে ঢোকেন। সকলের সামনেই ইভিএমের কাছে চলে যান। অভিযোগ, একবার নয় বারবারই তিনি ইভিএমের কাছে চলে যান। এর পর আধা সেনাবাহিনীকে অভিযোগ করেন এজেন্টরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আধাসেনা এসে তাঁকে বের করে দেয় বুথ থেকে। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন বিজেপি।