আমাদের ভারত, ৪ সেপ্টেম্বর: বহুদিন ধরে আপনি যেভাবে মেরেধরে চড়াম চড়াম, দড়াম দড়াম করে আপনার গড় রক্ষা করে চলেছেন, ২০২১ সালে আমরা আপনার গড়ে থাবা বসাবো। আপনি আপনার গড়কে রক্ষা করতে পারবেন না। শুক্রবার গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বীরভুমের বোলপুরে অনুব্রত মণ্ডলকে এই ভাবেই হুমকি দেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়।
এদিন জয় অনুব্রতকে কটাক্ষ করে বলেন, বীরভূম এবং বোলপুরের ১১টি আসনে বিজেপি জয় লাভ করে আপনাকে ১১ নং বাস ধরিয়ে দেব। কারণ আগামী দিনে আপনি আর বাইক, গাড়ি চড়তে পারবেন না আপনাকে পায়ে হেঁটে লোকের কাছে গিয়ে আপনার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে। অনুব্রত মণ্ডলকে পরামর্শ দিয়ে জয় বলেন, এখনো সময় আছে আপনি শুধরে যান, আর তা না হলে যদি বিজেপিতে আসতে চান তাহলে আপনার জন্য আমরা একবার চেষ্টা করে দেখব।

মোদী সরকারের সাফল্য তুলে ধরে জয় বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর যেভাবে দেশ এগোচ্ছে তাতে অন্যরা ভয় পাচ্ছে। তিনি বলেন, বিজেপি যে রজ্যে ক্ষমতায় আছে সেই সব রাজ্য এগোলেও বাংলা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এখানে উন্নয়নের থেকে রাজনীতি বেশি হয়। যারা বিজেপি করে তাদের মারধর করা হচ্ছে, বিজেপি নেতাদের সভা করতে দেওয়া হচ্ছে না। যদিও এইভাবে বিজেপিকে আটকানো যাবে না কারণ ছাই দিয়ে আগুন ঢাকা যায় না। আর বাংলায় এখন বিজেপির সেই আগুন জ্বলছে।

এদিন জয় বলেন, রাজ্যে হিংসা, মারামারি, ধর্ষণ ক্রমশ বৃদ্ধি পেলেও বিজেপি আসলে এইসব নিশ্চিহ্ন হয়ে যাবে। মারামারির বদলে ভালোবাসা জায়গা করে নেবে। আর ধর্ষণ নামটাই বাংলা থেকে মুছে যাবে। ধর্ষণ তো দূরের কথা যদি কেউ মা বোনেদের শাড়ির আঁচলে হাত দেয় আমরা তাদের হাত ভেঙ্গে দেবো বলে হুঁশিয়ারি করে দেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। এদিনের এই অবস্থান বিক্ষোভে সামাজিক দূরত্ব মেনে বহু বিজেপি কর্মী শামিল হয়েছিল।

