জয় কিষাণ আন্দোলনের হুগলি জেলা ‘কৃষক অধিকার যাত্রা’-য় বাংলা শস্য বীমায় প্রশাসনিক অরাজকতা ও কৃষকদের বিক্ষোভ উঠে এল

আমাদের ভারত,১০ই জুন: জয় কিষান আন্দোলনের ‘কৃষক অধিকার যাত্রা’ চলাকালীন হুগলি জেলার বিভিন্ন অঞ্চলে বাংলা শস্য বীমা নিয়ে ব্যাপক প্রশাসনিক অরাজকতার ছবি উঠে এল। কৃষকদের অভিযোগ, শস্য বীমা করার পরেও প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে তারা কোনো ক্ষতিপূরণ পান না।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সিঙ্গুর ব্লকের দেওয়ানভেড়ি ও চণ্ডীতলা ব্লকের আওষবালি অঞ্চলে কৃষকরা তাদের জানান, আলু চাষের জন্য তারা সমবায় থেকে ঋণ নেওয়ার সময় সকলেই বাংলা শস্য বীমা করান এবং প্রিমিয়াম জমা দেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগে যখন ফসল নষ্ট হয়ে যায়, তারা কোনো ক্ষতিপূরণ পাননি। আর জানা যায় যে সবরকম প্রশাসনিক স্তরে ক্ষতিপূরণের আবেদন করা সত্ত্বেও আধিকারিকদের তরফ থেকে কোনো সাড়াশব্দ নেই।

জয় কিষান আন্দোলনের হুগলি জেলা সভাপতি সুশান্ত কাঁড়ি বলেন, “দেওয়ানভেড়ি ও আওষবালি অঞ্চলে জয় কিষান আন্দোলনের নতুন ইউনিট গঠিত হয়েছে এবং সেই ইউনিটের সদস্যরা সর্বপ্রথম বীমার ক্ষতিপূরণের টাকা আদায়ের জন্য আন্দোলন করবেন বলে ঠিক করেছেন। তার আগে, শেষবারের জন্য একবার মুখ্যমন্ত্রীকে আবেদন করা হবে ক্ষতিপূরণের জন্য এবং তাতে যদি কাজ না হয় তাহলে অঞ্চলে বিক্ষোভ প্রদর্শন এবং প্রয়োজন হলে আধিকারিকদের ঘেরাও করা হবে।”

সুশান্ত কাঁড়ি বলেন, “কৃষক অধিকার যাত্রায় বারংবার দেখা যাচ্ছে যে কৃষকদের নানাবিধ সংকটে কোনও রাজনৈতিক দল– শাসক হোক বা বিরোধী, তাদের পাশে নেই অথচ এই দলগুলি ভোটের সময় কৃষকদের স্বার্থের স্বপ্নমালা গাঁথে। ভোটের পরে তারা সকলেই উধাও হয়ে যান। জোটবদ্ধ কৃষকরা ঠিক করেছেন যে বাংলায় একটি সক্রিয় স্বাধীন কৃষক সংগঠন দরকার। সেই উদ্দেশ্যে তারা তাদের অঞ্চলে জয় কিষান আন্দোলনের ইউনিট গঠন করে কৃষকদের স্বার্থে কাজ করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *