মানুষের সংসার ভেঙে তৃণমূলকে পাপের ঘড়া ভর্তি করতে বারণ করলেন জয়

আমাদের ভারত, হাওড়া, ২২ ডিসেম্বর: রাজ্য থেকে তৃণমূলের বিদায় নিতে আর ৪/৫ মাস বাকি। আর এই কয়মাসে মানুষের সংসার ভেঙে তৃণমূলকে তাদের পাপের ঘড়া ভর্তি করতে নিষেধ করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আমতা সিটিসি বাসষ্ট্যান্ডে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা মহিলা মোর্চার ডাকে আয়োজিত এক ধর্না মঞ্চে সুজাতা খাঁ এর তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে এই কথা বলেন তিনি।

এদিন জয় বলেন, তৃণমূল এখন ঘর ভাঙার খেলায় মেতেছে। আমারা ওদের নেতাদের নিচ্ছি আর ওরা নেতাদের স্ত্রীদের নিচ্ছে। এদিন জয় বলেন, তবে এতে বিজেপির কোনও ক্ষতি হবে না। সাগর থেকে এক বালতি জল তুলে নিলে সাগরের জল যেরকম কমে না সেইরকম বিজেপি থেকে দুএকজন গেলেও বিজেপির কোনও ক্ষতি হবে না। জয় বলেন, সোমবার সুজাতা তৃণমূলে যোগ দেওয়ার সময় অধ্যাপক সৌগত রায় যেভাবে হাততালি দিচ্ছিলেন তাতে মনে হচ্ছিল যেন বাঁদর খেলা হচ্ছে। এদিন তিনি সৌমিত্র খাঁ’কে মন খারাপ করতে বারণ করেন। তিনি বলেন, সুজাতা চলে গেলেও সৌমিত্রকে রক্ষা করার জন্য বিজেপি মহিলা মোর্চার অনেক বোন আছে। এদিন জয় বলেন, একসময় স্ত্রীর একাকীত্ব কাটাতে তিনি স্ত্রীকে রাজনীতি করার পরামর্শ দিয়েছিলেন এবং তৃণমূল নেতৃত্বের কাছে নিয়ে গিয়েছিলেন। তৃণমূল তখন আমার স্ত্রীকে সেভাবে পাত্তা না দিলেও ২০১৪ সালে আমি বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাকে দলে গুরুত্ব দিয়ে কাউন্সিলর করা হল। শুধু তাই নয় তাকে বিভিন্ন জনসভায় নিয়ে গিয়ে আমার নামে কুৎসা রটানো হল। যদিও আমি আমার স্ত্রীর বিরুদ্ধে একটাও কটু কথা বলিনি। কারণ এটাই আমার সংস্কৃতি। আমাকে এটা শিখিয়েছেন নরেন্দ্র মোদীজি।

এদিনের এই ধর্না মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুরেন্দ্রর শুক্লা, পিন্টু পাড়ুই, মহিলা নেত্রী পাপিয়া যন্ডল। এদিন ধর্না মঞ্চ থেকে বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা আমতা থানায় ডেপুটেশন দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *